নিজস্ব প্রতিবেদক// যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক দুটি অভিযানে মঙ্গলবার ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেন, অপর একজন ৭০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যান।

ডিবি পুলিশ জানায়, শার্শার গোগা ইউনিয়নের ইছাপুর থেকে কিতাব আলী বিশ্বাসের ছেলে বকুল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসময় বকুলের ফেলে যাওয়া ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অপর এক অভিযানে যশোর কোতোয়ালি মডেল থানার খোলাডাঙ্গার নকশি মেটাল ওয়ার্কশপের সামনে থেকে চৌগাছার বুড়িন্দিয়ার রেজাউল বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাসকে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করেন। এ সংক্রান্তে এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
রাতদিন ডেস্ক/জয়-০২







