নিজস্ব প্রতিবেদক// যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে, চৌগাছার নুর আলি মৃধা মার্কেটের সামনে থেকে, চৌগাছা পশ্চিম পাড়ার রেজাউল ইসলামের ছেলে জসিম উদ্দিন ওরফে ঝাল জসিম (৩৫) কে, অবৈধ পথে ভারত থেকে আমদানি করা ৬০০০ পিচ ভারতীয় চশমাসহ আটক করেছেন ডিবি। ডিবি জানান উদ্ধারকৃত পন্যের মূল্য চব্বিশ লক্ষ টাকা। এ সংক্রান্তে চৌগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাতদিন ডেস্ক/জয়-০৭







