বিশেষ প্রতিনিধি- যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেঙ্গলটেক্সটাইল মিল এলাকার রেলগেটে যাত্রীবাহি রুপসা বাসের ধাক্কায় আহত হয়েছে ৫ জন। রবিবার (২৪সেপ্টেম্বার) সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেঙ্গল রেলেগেটে সন্ধ্যায় খুলনাগামী রুপসা পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-০২১৫) গাড়ির বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতি খুঁটিতে আঘাত করে ও পার্শ্ববর্তী একটি পানের দোকানের মধ্যে ঢুকে যায়। এসময় বাসের ধাক্কায় দোকানদার সহ ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা.তাসফিয়া রহমান হীয়া আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন নওয়াপাড়া গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে ইমদাদুল হক (৩৮), একই এলাকার মৃত ফসিয়ার রহমান শেখের ছেলে পান দোকানদার আসাদুজ্জামান (৪০), খুলনা ফুলতলার আলকা গ্রামের মৃত রেজোয়ান শেখের ছেলে সুমন হোসেন (২৮), ইসমাইল হোসেন (৩৪), পরিচয় সনাক্ত করা যায়নি ১জন ঘাট শ্রমিক। নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহম্মেদ জানান, মহাসড়কের বেঙ্গলটেক্সটাইল মিল রেলগেটে যাত্রীবাহি রুপসা বাস নিয়ন্ত্র হারিয়ে একটি পান দোকানে মধ্যে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাড়িয়ে ও বসে থাকারা আহত হয়।
রাতদিন ডেস্ক/ জয়-০৬







