যশোরের অভয়নগর তালতলা খেয়াঘাটের ওপাশে আদিলপুর বিভাগদি শ্মশানের পাশের বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় একজনের অজ্ঞাত লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর বিভাগদি শ্বশানঘাটে বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। মৃতের নাম নূর ইসলাম অপু (২০)। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। সে জাহাজের শ্রমিকের কাজ করত বলে স্থানীয়রা জানায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান মোড়ল জানান, শনিবার রাত ৮টার সময় স্থানীয় শরিফুল ইসলাম নদীতে মাছ ধরতে যাওয়ার সময় শ্বশানঘাটে বাবলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ভাটপাড়া পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় ওড়না প্যাচানো ছিলো।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, শনিবার রাতে স্থানীয়রা বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর শ্বশানঘাটে একটি বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মত্যুর কারণ জানা যাবে।
রাতদিন ডেস্ক/ জয়-০৩







