Saturday, December 6, 2025

স্বামীর বাড়ি থেকে নববধূর মরদেহ উদ্ধার

বিয়ের ছয় মাসের মাথায় তানিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার দূর্গাপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই গ্রামের নূরুল ইসলাম ময়নার স্ত্রী এবং উপজেলার সাতগাতী গ্রামের জাহাতাব গাজীর মেয়ে। স্বামী ময়নার দাবি তানিয়া আত্মহত্যা করেছে।

নিহতের ভাই ওলি উল্লাহ জানান, ৬ মাস আগে নুরুল ইসলাম ময়নার সঙ্গে বিয়ে হয় বোন তানিয়ার। বিয়ের পর থেকেই তানিয়াকে নির্যাতন করা হতো। সকালে ময়না ফোন দিযে জানায় তানিয়া মারা গেছে। এসে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরে ঝুলছে বোনের লাশ।
নিহতের স্বামী ময়না বলেন, সকাল ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ‘খেলা ঘর’ চলে যাওয়ার পরে বেলা ১১টা নাগাদ বাড়িতে ফিরে দেখি ঘরে তানিয়ার মরদেহ ঝুলছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নূরুল ইসলাম ময়না এর আগে তিনটি বিয়ে করেছে। অভিযোগ রয়েছে, তানিয়ার দুই মাসের সন্তান নষ্ট করতে বাধ্য করেন ময়না। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতন্তনের জন্য মর্গে পাঠানো হবে।

মণিরামপুর  প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর