Saturday, December 6, 2025

ভালুকায় মাদক সেবককারী ২চোরকে মুক্ত করলেন স্থানীয় ইউপি সদস্য

ভালুকা প্রতিনিধি:- বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় পাঁচগাও গ্রামে দুই মাদক সেবি মেহের আলীর পুত্র মোশারফ (৩৫)সাং মল্লিক বাড়ী ও এবেদালী খার ছেলে ইয়াসিন (৩৩)সাং পানিভান্ডা, মেদুয়ারী। কালা মিয়ার দুটি ছাগল ঘাস খাওয়া রশি দিয়ে বাঁধা অবস্থায় রাস্তার পাশে বাগান থেকে ইজিবাইক চালক মোশাররফ ও ইয়াসিন দুজন ছাগলটিকে ইজিবাইকেদিয়ে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক কালা মিয়া দেখতে পাই। বয়স্ক কালা মিয়া বাধা দিতে গেলে লাথি মেরে ফেলে ইজিবাইকে ছাগল দুটি নিয়ে পালিয়ে যায়। এমন সময় কালা মিয়ার ডাক চিৎকারে আসপাশের লোক আসতে আসতে অটো নিয়ে পালিয়ে যাবার সময় বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে খবর পৌঁছালে ইজিবাইকটি কাঁচা রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় ছাগল চোর চক্র। কিছু দূর যেতেই কাঁদা মাটিতে ইজিবাইকটি আটকে যায়,পরে তাদের ধাক্কা ধাক্কিতে স্থানীয় লোক জনের সন্দেহ হয় তখন বাবুল(দোকানদার) নামের এক ব্যক্তি তাদের জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে না পারায়, এমন সময় ইন্নছ নামের এক ব্যক্তি ছাগলচোর সন্দেহেআটকিয়ে প্রাথমিক জিগ্যাসে তারা শিকারউক্তি প্রদান করলে স্থানীয়রা তাদের আটক করে।ছাগল চোরের তথ্য নিয়ে জানা যায়, মোশাররফ ও ইয়াসিন দুজন সমাজের চিহ্নিত মদক সেবি ও ব্যবসায়ী। একাধিকবার এদের পুলিশ কারাগারে পাঠিয়েছে। জনগণ সঠিক বিচারের জন্য ইউ সদস্য সাইফুল ইসলামের কাছে সুপর্দ করলে,ইউপি সদেস্য সাইফুল ইসলাম বিচারের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোট অংকের টাকা নিয়ে তাদের ছেড়েদেন।ঘটনার সময় মুক্তিযোদ্ধের চেতনা ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম স্থানীয় ইউপি সদেস্য সাইফুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে কথা বললে টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে চোরদের পুলিশের হাতে তুলে দেওয়ার আশ্বস্ত করেন। কিন্তু মেম্বার তার উল্টোটি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপস্থিত একাধিক ব্যক্তির সংগে কথা বলে জানা গেছে, কাউকে মোবাইলে ছবি কিংবা ভিডিও করতে দেয়নি ছবি তুলার অভিযোগ এনে সিয়াম নামের এক ছেলের মোবাইল নিয়ে যায় সাইফুল মেম্বার নিজেই। ৪ ঘন্টা পর ফোনটি ফেরত পায় ছেলেটি। আব্দুল আজিজ নামের এক ছেলেকে ক্ষমতার চরম পর্যায়ে হুমকি দিয়ে বলেন,এটা পাঁচ গাও এখানে আমি যা বলবো তাই। পরিশেষে মাদকাসক্ত চোরদের খালাস দিয়ে মিমাংসা করে দেয়। এ সালিসে এলাকার লোক আতংকে আছে নেশাখোদের হাতে নাকি আবার জীবন দিতে। এলাকাবাসী দাবী আইনশৃঙ্খলা বাহিনী যেনো মাদক সেবিদের উপযুক্ত শাস্তি দেন।

রাতদিন ডেস্ক/ জয়-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর