নিজস্ব প্রতিবেদক।। অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে, ১৮টি পাকা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজারে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ১৮ টি দোকানে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। এসময় সরকারি জমির উপর নির্মিত পাকা দোকান, অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার কামরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, ইউপি মেম্বর রুহুল আমিনসহ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক ও এলাকাবাসী।
রাতদিন ডেস্ক/ জয়-০৫







