নড়াইলে ব্যক্তিগত আক্রোশে কলেজ শিক্ষক অরুণ রায়কে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রোববার দুপুর ১২টায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই ধারণার কথা বলেন। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, খুন হওয়া শিক্ষকের মাথার ক্যাপ, বাড়ির চাবিসহ উদ্ধার সম্ভাব্য খুনিদের গায়ের পোশাক আলামত হিসেবে উপস্থাপন করা হয়।শনিবার দুপুরে তুলারামপুর ইউনিয়নের বেনাহাটী গ্রামের দীপু বিশ্বাস (২২) ও রাজু দত্তকে (১৯) শিক্ষক অরুণ কুমার রায়ের হত্যাকারী সন্দেহে আটক করে পুলিশ। নিজ বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক অরুণ রায়ের বাড়ির পাশের পুকুর সেচে আলামত উদ্ধার করা হয়।২৩ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বেনাহাটী গ্রামের অরুণ রায়ের বাড়ির শয়নকক্ষ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী নিভা রানী পাঠক পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।
রাতদিন নিউজঃ







