নিজস্ব প্রতিবেদকঃ যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি গ্ৰাম থেকে ২০ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এসআই আ:আলিম।
আটককৃত আসামি হলেন গাইদগাছি পূর্ব পাড়ার ওমর আলী মোল্লার ছেলে মোঃ শাহিন (৩০)।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে ,ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি চলাকালীন, গোপন সংবাদের ভিত্তিতে গাইদগাছি থেকে ২০পিচ ইয়াবা সহ শাহিন কে আটক করা হয়। পুলিশ আরো জানায় শাহিন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। শাহিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাতদিন ডেস্ক/ জয়-০১







