বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে পায়েলের পরিবার।দণ্ডিতরা হচ্ছে হানিফ পরিবহন বাসের চালক জামাল হোসেন, সহকারি ফয়সাল ও সুপারভাইজার জনি। এ মামলায় মোট ৯ জনের সাক্ষ্য নেয়া হয়।২০১৮ সালের ২১ জুলাই রাতে চট্টগ্রামের বাসা থেকে ঢাকায় ফেরার পথে মুন্সিগঞ্জ এলাকায় হত্যার পর পায়েলের মরদেহ ফেলে দেয়া হয় নদীতে। ২৩ জুলাই ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জের দায়রা জজ আদালতে মামলার বিচার শুরু হলেও পায়েলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিচারের জন্য পাঠায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
অনলাইন ডেস্কঃ







