Saturday, December 6, 2025

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ২০৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫)।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে পোর্টথানা পুলিশ জানায়, ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই তারিখ অত্র থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমান মূল্য ৫,২২,৫০০/- টাকা মাত্র। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাতদিন ডেস্ক/ জয়- ০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর