Saturday, December 6, 2025

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল সিমান্ত থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার শিকড়ি পশ্চিমপাড়ার মৃত অলিউল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪০) ও শার্শা থানার অগ্রভুলট গ্রামের নিছার আলীর ছেলে খায়রুল ইসলাম (৩৫)। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে ডিবি পুলিশ জানায়,বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারস্থ জনৈক দ্বীন মোহাম্মদ সরদার এর স’মিলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/=হাজার টাকা যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাতদিন ডেস্ক/ জয়-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর