মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল যশোর: যশোরের বেনাপোল বন্দর এলাকায় পোর্ট থানা পুলিশের অভিযানে,বাগে জান্নাত মসজিদের পিছনের গলির পাশের ড্রেন হইতে পরিত্যাক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেছেন পুলিশ। এসময় কাওকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এ ককটেল বোমা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যশোর রেব- ৬ সদস্যরা গতকাল ২ সেপ্টেম্বর বিকাল চারটার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮ পিচ ককটেল বোমা উদ্ধার করে, এবং উদ্ধারকৃত বোমা সংক্রান্ত মামলা একজন আটক করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মসজিদের পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।পরে বাজার করা ব্যাগের ভিতর থেকে ২৩ পিচ ককটেল বোমা উদ্ধার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাতদিন ডেস্ক/ জয়- ১৩







