কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২সেপ্টেম্বর রাতে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়া থেকে মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামি অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর িিনর্দেশনায় একদল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে ওই গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিতকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ৩সেপ্টেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন ডেস্ক/ জয়- ১০







