Saturday, December 6, 2025

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় পণ্য প্রসাধানী উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভারত থেকে বন্ধনএক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমান নিষিদ্ধ প্রসাধনী বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া।

রাতদিন ডেস্ক/ জয়- ০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর