Saturday, December 6, 2025

বস্তিতে আগুন : দুজনের অবস্থা আশঙ্কাজনক, তদন্ত কমিটি গঠন

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে তাঁদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুজন হলেন আনোয়ার হোসেন (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ এবং আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর জানিয়েছেন।এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আজ শনিবার গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।এদিকে, নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন তিনি।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আতিকুল ইসলামের পক্ষ থেকে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। মেয়র আতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব দিয়েছেন।গতকাল শুক্রবার  রাত ১০টার পর কল্যাণপুরের ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে মোট ১৫টি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। দিবাগত রাত ২টার পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশন এলাকায় প্রায় দুই হাজার মানুষের বসবাস। ওই এলাকায় ঘর রয়েছে প্রায় ৪০০টি। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর