Monday, April 28, 2025

পুলিশের মহানুভবতায় রক্ষা পেলেন বৃদ্ধ

সন্ধ্যা তখন সাড়ে ৭ টা। কালীগঞ্জ-যশোর মহাসড়কের পাশে অচেতন পড়েছিলেন ৬৫ বছরের বৃদ্ধ মতিয়ার রহমান। মৃত ভেবে কেউ ছুয়েও দেখছিলেন না। এমন সময় সেখানে ছুটে আসেন কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের। তিনি তাৎক্ষণিক ওই বৃদ্ধকে তুলে নিয়ে ভর্তি করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিজের টাকায় কিছু ওষুধও কিনে দেন। এরপর ডাক্তারদের এক ঘণ্টা প্রচেষ্টায় বৃদ্ধের জ্ঞান ফিরে আসে। পুলিশ কর্মকর্তার এমন মহানুভবতায় এ যাত্রায় প্রাণে রক্ষা পান উপজেলার মহেশপুরের আজমপুর গ্রামের বৃদ্ধ মতিয়ার। পরে বৃদ্ধের সন্তানদের খবর দিয়ে ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয় তাকে। কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি খবর পান মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছেন। তিনি দ্রুত সেখানে গিয়ে জানতে পারেন একটি যাত্রীবাহি পরিবহন থেকে ওই বৃদ্ধকে ফেলে রেখে গেছে। এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এস আই আবুল খায়ের আরও জানান, সড়কে চলন্ত বাসের মধ্যে মলম পাটির কবলে পড়ে অচেতন হয়ে পড়াতে বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল বাস শ্রমিকরা। তিনি তাকে নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে বৃদ্ধের বাড়িতে খবর দেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে বৃদ্ধের ছেলে মাসুদ হাসপাতালে আসলে তার হাতে পিতাকে তুলে দেওয়া হয়।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর