Friday, December 5, 2025

রাজধানীতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, ২ নারীসহ গ্রেফতার ৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুরু থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’  স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ আগস্ট রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লক্ষ ২০ হাজার টাকার ৩৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ইমান (৪৫), ফরিদা বেগম (৪০) ও রুপসী বেগম। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক/জয়_০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর