যশোরে পৃথক অভিযানে চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাত কেজী রুপার গহনা, ১শ’ বোতল ফেনসিডিল ও ৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, ডিবির এসআই যশোরের এসআই রাজেশ কুমার দাশ , এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম বৃহস্পতিবার বিকেলে চৌগাছার
স্বরুপদাহ গ্রামে অভিযান চালায়। এ সময় মাশিলা গ্রামের আব্দুল আলিমকে আটক করা হয়। এসময় তার কাছথেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এছাড়া এসআই শেখ আবু হাসান, এএসআই আজাহারুল ইসলাম পৃথক আরেকটি টিম
বৃহস্পতিবার রাত নয়টার পর শহরের খড়কি হাজামপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে একটি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। ওই প্রাইভেটকার তল্লাসি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
এছাড়া এসআই এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও এএসআই ইমদাদুলের সমন্বয়ে আরেকটি টিম বৃহস্পতিবার রাত ১০টার পর বসুন্দিয়া মোড় থেকে অভয়নগর উপজেলার পালপাড়া গ্রামের উসমান হোসেনকে ৭০পিছ ইয়াবাসহ আটক করে।
এছাড়া সোলায়মান আক্কাস , এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে আরেকটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মণিরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার আলাইপুর গ্রামের মিজানুর রহমান ও মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মোস্তফা কামালকে আটক করে। এসময় তাদের কাছথেকে সাতকেজী ভারতীয়
রুপার গহনা উদ্ধার করে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ







