Saturday, December 6, 2025

কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে চালকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে হাফিজুর মোড়ল (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। ২৪আগস্ট দুপুরে চুকনগর-কলাগাছি সড়কের ভেরচি নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর মোড়ল উপজেলার বুড়ুলী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে। এলাকাবাসী জানায়, হাফিজুর মোড়ল নিজ বাড়ি থেকে আলমসাধু চালিয়ে মাছের পোনা আনার জন্য উপজেলার কলাগাছির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেরচি গ্রামের তপু ডাক্তারের বাড়ির পাশে পৌঁছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বলেন, কোন অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক/জয়_০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর