কেশবপুর প্রতিনিধি ঃ কেশবপুরে এক বড়িতে সকলকে অজ্ঞান করে বাড়ি থেকে ৩ভরি স্বর্ণালংকার ও নগদ ৯ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ২১ আহস্ট রাতে একদল দুর্বৃত্ত কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের মোঃ সোহরাব হাওলাদারের বাড়িতে প্রবেশ করে বাড়ির গৃহকর্তা এইচ এম রাসেল (৪৩) তার মা আননুর নাহার (৬৩) স্ত্রী রহিমা খাতুন (৩২) ও তার কন্যা ভোর (১৪)কে চেতনা নাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে রাখে। পরে তারা ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলে যায়। এসময় তারা সোকেজ ও আলমারী ভেঙ্গে তার মধ্যে থাকা নগত ৯ হাজার টাকা ও ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। এলাকাবাসী পরের দিন সকালে বিষয়টি জানতে পেরে অজ্ঞান হয়ে পড়ে থাকা ওই ৪জনকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানার এস আই তারিকুল ইসলাম জানান অজ্ঞান পার্টির সদস্যরা ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজ ডেস্ক/ জয় ৩







