এখন অনেকেই দার্জিলিং ছুটছেন। এবার যেন বর্ষা জুড়েই পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। কিন্তু এরই মাঝে আবার প্রকৃতি রুদ্ররূপে হাজির হবে। আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই বদলে যাবে পাহাড়ের আবহাওয়া।
আগামী ২২ অগাস্ট থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২১ তারিখ থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তবে ২২ অগাস্ট থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই অতিভারী বর্ষণ চলবে ২৫ অগাস্ট পর্যন্ত।
তবে আজ এবং আগামীকাল তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। আপাতত দার্জিলিং এবং কার্শিয়ায়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই এখন যাঁরা দার্জিলিং বেড়াতে গিয়েছেন তাঁদের পক্ষে সবচেয়ে মনোরম আবহাওয়া হতে চলেছে এটি।
উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার , কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলার আবহাওয়াই বদলে যেতে শুরু করবে। বাড়বে বৃষ্টির দাপট। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি দেখা দেেব। ভারী থেকে অতিভারী বর্ষণে ভিজবে পাহাড়ের জেলাগুলি। কাজেই সামনের সপ্তাহে যাঁদের পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে তাঁরা একটু ভেবে নিন। কারণ কমলা সতর্কতা জারি থাকবে ২৫ অগাস্ট পর্যন্ত। পাহাড়ে বেশি বর্ষণ মানেই ধস নামার সম্ভাবনা রয়েছে। তার জেরে কিছুটা হলেও বিপদের সম্ভাবনা থেকে যায়। সেকারণে পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে একবার জেনে নিন সেখানকার পরিস্থিতি কেমন থাকবে সেখানকার পরিস্থিতি।
অনলাইন ডেস্ক:







