সাতক্ষীরা প্রতিনিধিঃ খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিএনপির দু-গ্রুপের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীতা মোড় থেকে একটি পদযাত্রা শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
একই সময় জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে তালতলা হাইস্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে আমতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের সময় শেষ হয়ে গেছে। আর দেরি না করে পদত্যাগ করে নির্দদলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। দেশনেত্রী খালেদা জিয়াকে যতক্ষন মুক্ত করতে না পারবো ততক্ষন আমরা রাজপথ ছাড়বো না।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী সহ জেলা সদরের ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আর কে-০২







