Saturday, December 6, 2025

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ৩০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম(২৮) তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের পুত্র। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক। আহত মোঃ সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী পুত্র।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি ইমাদ পরিবহন পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুলের মৃত্যু হয়। গুরুতর আহত যাত্রী সিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো প্রেরণ করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর