যশোর অভয়নগরে জালজালিয়াতির মাধ্যমে সরকারী খাস জমির জাল দলিল করার সহযোগিতার অভিযোগে ইউনিয়ন ভুমি কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাসকে আটক করেছে সিআইডি পুলিশ। গত ১৪ আগস্ট দুপুরে উপজেলার বুইকারা গ্রামে স্বামী তপন কুমার মন্ডলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে যানা যায়, আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন অভয়নগরের সিটির আশপাশে জমি কেনার জন্য খুঁজছিলেন। এরই মধ্যে ২০২২ সালের ২১ জানুয়ারি উপজেলার জাফরপুর মৌজার ২৩৬ নম্বর খতিয়ানে ৭৫ শতক জমির সন্ধান দেন রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি। ওই জমির মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা। রাজঘাট উইনিয়ন ভুমি অফিসের নায়েব অতন্দ্রা বিশ্বাসের সহযোগিতা নেন রেজাউল। মোটা অংকের টাকার বিনিময়ে অতন্দ্র বিশ্বাস ২৪ জানুয়ারি সেই জমির খাজনার দাখিলা কেটে দেন।
২৫ জানুয়ারি সম্পূর্ণ টাকা পরিশোধ করে অভয়নগর রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটি দলিল করে দেন রেজাউল ইসলাম। কিছুদিন পরই জানতে পারেন জমিটি সরকারী খাস ও আকিজ গ্রুপের সাথে প্রতারণা করেছে চক্রটি। এই ঘটনায় আকিজ গ্রুপের ডেপুটি ম্যানেজার হুমায়ুন কবীর ওই পাঁজনের বিরুদ্ধে ২০২২ সালের ১০ এপ্রিল অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি সিআইডি পুলিশ তদন্তকালে জানতে পারে জালজালিয়াতির মাধ্যমে খাজনার দাখিলা কেটে দিয়েছেন রাজঘাট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাস। সোমবার অতন্দ্রা বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করে সিআইডি পুলিশ আদালতে সোপর্দ করে।
রাতদিন সংবাদ







