Saturday, December 6, 2025

সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র জাতীয় শোক দিবস পালিত 

সাতক্ষীরা প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে বিজিবি ক্যাম্পে দিবসটি উপলক্ষে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সাতক্ষীরায় ৩৩ বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম বার্ষিকীর খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সুবেদার মেজর মো. ওয়াহিদুল  ইসলাম প্রমুখ।
২০০ জন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী উন্মুক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আর কে-০৫
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর