সৈয়দ রিপন, বিশেষ প্রতিনিধিঃ জাতির জনকের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অভয়নগর উপজেলার মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলা আ.লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এ উপলক্ষে উপজেলার ৩০টি মন্দিরে অর্থ প্রদান করেছেন।
সোমবার (১৪ আগস্ট) বিকালে তিনি তার বাড়ির আঙ্গিনায় অর্থ প্রদান অনুষ্ঠানে অভয়নগর উপজেলার ২৯টি ও বসুন্দিয়া ইউনিয়নের একটি মন্দির কমিটির সভাপতির হাতে তিনি নগদ ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা মহিতোষ কুমার বিশ্বাসের সভাপিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আরশাদ পারভেজ বলেন, ‘আওয়ামীলীগ ধর্ম নিরপেক্ষ একটি দল। হিন্দু ভাইয়েরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা ও প্রসাদ বিতরণ করতে পারেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নের্তৃত্বকে কেন্দ্র করে দলের মধ্যে দ্ব›দ্ব হচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্ণিমানে সকলকে এক যোগে কাজ করতে হবে।’
এ ছাড়া ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কমনা করে উপজেলার ১৫শ ইমামকে একটি জায়নামাজ, একটি টুপি ও একটি কোরআন শরিফ দান করবেন।
আর কে-০৩







