Saturday, December 6, 2025

খাজুরায় কলেজছাত্র নয়ন হত্যা মামলার আসামিরা বাদী পরিবারকে হুমকি দিচ্ছে

যশোরের খাজুরায় কলেজছাত্র নয়ন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের শনাক্তের দাবিতে নিহতের পিতা প্রধানমন্ত্রী,পুলিশ মনিটরিং সেল ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। গত ১৯ অক্টোবর তিনি এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা জামিনে বের হয়ে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। ফলে, তাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো সময় তারা বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তার দাবি জানিয়েছেন।<br>মামলার বাদী শফিউর রহমান আবেদনে উল্লেখ করেছেন, নয়ন খাজুরা সরকারি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। ২০১৮ সালের ১৫ জুলাই রাতে কল্পনা নামে এক যুবতী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকলে নয়নের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। নয়নের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত ও কাটা জায়গায় এসিড দিয়ে পুড়িয়ে দেয় খুনিরা। এ ছাড়া তার অন্ডকোষ ক্ষতিগ্রস্ত ছিল। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর আদালতে হত্যা মামলা করা হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি তদন্ত করে। সিআইডি তদন্ত করে দুর্ঘটনাবসত মারা গেছে উল্লেখ করে মুরগির ফার্মের মালিক ইসরাফিলকে অভিযুক্ত ও এজাহারনামীয় তিন আসামির অব্যহতির চেয়ে আদালতে চার্জশিট জমা দেয়। এ মামলার চার্জশিটের বিপক্ষে আদালতে নারাজি আবেদন করেন বাদী। শুনানি শেষে বিচারক পুনঃতদন্তের জন্যে পিবিআইকে আদেশ দেন। মামলার তদন্ত চলাকালে পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যান। পরবর্তীতে একই পদে তিনি যোগদান করেছেন। এ কারণে একই ধরনের তদন্ত প্রতিবেদন আসতে পারে বলে শঙ্কা বাদীর।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর