প্রেমিকার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রের নাম মো. সুজন। আর বিষয়টি ধামাচাপা দিতে উল্টো ওই ভিক্টিমের নামে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে কোর্টে। এ মামলাতে ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা।মামলা সূত্রে জানা যায়, দু’বছর আগে তাদের মধ্যে ফেসবুকে বন্ধুত্ব হয়। কিছুদিন পর প্রেমের সম্পর্ক হলে অভিযুক্ত সুজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই দৃশ্য ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিল সুজন।এক পর্যায়ে বিয়ে করতে চাপ দিলে স্পর্শকাতর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বন্ধুদের কাছে ছবি ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভিক্টিম।বিষয়টি বুঝতে পেরে ২০১৯ সালের ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ওই ছাত্রী। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েও ব্যর্থ হলে গত ২৪ ফেব্রুয়ারি আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ তোলে তথ্য ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা কোর্টে মামলা করেন ভিক্টিম। মামলায় আসামি করা হয় অভিযুক্ত সুজন, তার বড় ভাই পুলিশ সদস্য সুমন প্রধান ও বন্ধু নাঈমকে। বর্তমানে মামলাটি গাজীপুর পিবিআই তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এসএম শাকিল হাসান জানান, ছবি ও মেসেঞ্জারের কথোপকথন ছড়িয়ে দেয়া হয়েছে কিনা, সেই বিষয়টি নিশ্চিত হতে ডিভাইস ফরেনসিকে পাঠানো হয়েছে।ভিক্টিম আরো অভিযোগ করেন, মীমাংসার কথা বলে ডেকে নিয়ে মুঠোফোনে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ছবি নষ্ট করে দিয়েছে সুজন। এখন উল্টো মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত সুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে তার বড় ভাই সুমন প্রধান, নিজের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করছেন।
প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলেন প্রেমিক
অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন






