Saturday, December 6, 2025

অভয়নগরে ইউপি সদস্যের স্ত্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ অভয়নগরে ইউপি সদস্যের স্ত্রী লিপিকা সরকারের(৩২) বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। পলাশী ধর মালা(৯) নামের শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সে উপজেলার সুন্দলী গ্রামের আনন্দ মোহন ধর ও সমাপ্তী বিশ্বাসের এক মাত্র মেয়ে।

নির্যাতনের শিকার মালার মা সমাপ্তী বিশ্বাস বলেন, গত শুক্রবার বিকালে আমার মেয়ে সুভাষ মন্ডলের বাড়ির মন্দীরের সামনে অন্যান্য বাচ্চাদের খেলা শেষ করে বাড়ি ফেরার সময় ইউপি সদস্য শিশির সরকারের স্ত্রী লিপিকা সরকার(৩২)পূর্ব শত্রæতার জের ধরে পেছন থেকে এসে প্রথমে মাথায় ও বুকে আঘাত করে, এসময় মেয়ে মাটিতে পড়ে গেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকার শুনে আমি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা নেওয়ার সময় আমার মেয়ে বেশ কয়েক বার বামি করে, এসময় ডাক্তার মাথা ও বুকের পরীক্ষার জন্য খুলনায় যাওয়ার পরার্মশ দেন।

আহত মালার বাবা আনন্দ মোহন ধর বলেন, আমার বাড়ি থেকে বেরহওয়ার কোন রাস্তা নাই সে জন্য ২০২২ সালে উপজেলা ভূমি অফিস বরাবরা খাশ জমি বন্দবস্থ চেয়ে আবেদন করি। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার দুই বার খাশের জমি পরিমাপ করে সীমানা র্নিধারণ করে দিয়ে যায় এর পরেও ইউপি সদস্য ও তার স্ত্রী তা মানতে রাজিনা। সেই থেকে ইউপি সদস্য শিশির ও তার পরিবারের লোক জন আমার পরিবারের ক্ষতি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় গত শুক্রবার তারা আমার শিশু মেয়ের উপরে হামলা করে।

সুভাষ মন্ডল বলেন, সেদিন আমি মন্দীরে বসে ছিলাম এমন সময় মেয়েটির উপর লিপিকা সরকারকে নির্যাতন করতে দেখি, যা সম্পূর্ণ অন্যয় ভাবে করা হয়েছে।

এব্যাপারে ইউপি সদস্য শিশির সরকার বলেন, বাচ্চারা খেলা করার সময় মারামারি করছিল সেখানে আমার স্ত্রী লিপিকা সরকার মালা নামের মেয়েটিকে তার চোয়াল ধরেটান দিয়েছে এর চেয়ে বেশি কিছু না। জমি সংক্রন্ত মারার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এবিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব নিয়েছে আমরা স্থানীয় ভাবে মীমাংসা করে নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর