যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের শ্রম–বিষয়ক সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সৈয়দ মনোয়ার হোসেন প্রেমবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
অভয়নগর থানা পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর যশোরের অভয়নগরে সরকারবিরোধী মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার আসামি মনোয়ার হোসেন। মামলাটি করেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস। আটকের পর মনোয়ার ঘটনাটির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
অভয়নগর প্রতিনিধি







