বিশেষ প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার সকালে অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. শামছুল আরফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমান। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির প্রচার, আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, পশু প্রদর্শন ও কৃষক প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আর কে-০৯







