তাছিন জামান, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় শ্রীপুর উপজেলার বরালিদহ মাঠে মঙ্গলবার দুপুরে সমলয় পদ্ধতিতে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিতআলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারেরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরউপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, নাকোল ইউপিচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমাউনুররশিদ মুহিত, অতিরিক্ত পরিচালক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহাননিপা।
অনুষ্ঠানে নাকোল ইউনিয়নের বরালিদহ, হাজরাপুর ও মধুপুর গ্রামেরশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে বরালিদহব্লকে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, খরিপ২/২০২৩-২৪ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদবাস্তবায়নের লক্ষ্যে রোপা আমন ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারারোপন কার্যক্রমের অংশ হিসেবে এখানে ৭৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে আমন ধানের আবাদ করা হবে।
আর কে-০১







