শ্যামল দত্ত/জাহিদ হাসান চৌগাছা যশোর থেকেঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী সোনিয়া খাতুন নিহত (২০) ও স্বামী রাসেল (২৬) আহত হয়েছে।
শুক্রবার (২১ জুলায়) বিকাল তিন টায় চৌগাছা ঝিকরগাছা রোড সরদার ব্রিকস সামনে জামতলা নামক স্থানে এই দূর্ঘটনা টি ঘটে।
পরিবার ও স্খানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে দুপুর সময় দাওয়াত খেতে বোনের বাড়ি যাচ্ছিল। চৌগাছা-ঝিকরগাছা রোডে জামতলা নামক স্থানে পৌঁছলে ওরনা পচিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়।
এসময় দ্রুত গতিতে চৌগাছা হাসপাতালে আনলে জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে নিহত সোনিয়াকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আর কে-০৪







