Friday, December 5, 2025

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায়

মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায় ঘোষণা হয়েছে। গাঁজা ও ইয়াবা রাখার অপরাধে একজন মাদক বিক্রেতার এক বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেয়া হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো: আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেছেন।খুলনার আইনজীবীরা বলেছেন, স্থানীয় আদালতে এটি যুগান্তকারী রায়। দুইশ’ বছরের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে।আদালত সূত্রে মামলার বিবরনীতে প্রকাশ, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর নগরীর ৩১নং ওয়ার্ডের মোক্তার হোসেন মেইন রোড কিপিএস ফার্মেসীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি হলেন-পীর খানজাহান আলী (র.) ব্রীজের দক্ষিণ পার্শ্বের মোক্তার হোসেন সড়কের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সম্রাট হাওলাদার। তার আদী নিবাস বরিশালের উজিরপুর উপজেলার শলক গ্রামে। লবণচরা থানার সাব ইন্সপেক্টর কাজী আকরাম হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।লবণচরা থানার সাব ইন্সপেক্টর নাসির উদ্দিন মোল্লা এ বছরের ৯ ফেব্রুয়ারি এ মামলার চার্জশিট দেন। গত ২১ ফেব্রুয়ারি চার্জ গঠন, ২২ ফেব্রুয়ারি ছয় জনের স্বাক্ষী গ্রহণ এবং মঙ্গলবার মামলার রায় হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি সাহারা ইরানী পিয়া এবং আসামি পক্ষের আইনজীবী সরদার ইয়াসির আরাফাত। আসামি পক্ষের আইনজীবী বলেন, অধিকতর ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে আপীল করা হবে।এ মামলার বিচার প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ রায় উদাহরণ হয়ে থাকবে। মাদক নির্মূল করতে দ্রুত রায় ঘোষণার মধ্যদিয়ে অন্যান্য অপরাধীরা সতর্ক হবে। ফলে আগামীতে মাদক নির্মুল সম্ভব হবে।মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বেঞ্চ সহকারী মোঃ জালাল উদ্দিন জানান, এ আদালতে আটশ’ ৯৪টি মামলা বিচারাধীন আছে। দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর