যশোরের বকচর জোড়ামন্দির এলাকায় ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশ আল আমিন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। সে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের হাফিজুর রহমানের ছেলে।বাইকের মালিক যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার কামরুল সরদারের ছেলে জুয়েল সরদার কোতোয়ালি মডেল থানায় উপরিউক্ত ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি বলেছেন, রোববার রাত সাড়ে ৮টায় চাঁচড়া বাজার থেকে আল আমিন ইজিবাইকে ফিসফিড নেবে বলে জোড়ামন্দিরের সামনে যেতে বলে। তখন ইজিবাইক নিয়ে জুয়েল সরদার জোড়ামন্দিরের দিকে অগ্রসর হলে পেছন থেকে ২/৩ জন এসে তার ইজিবাইকে ওঠে। জোড়া মন্দিরের সামনে পৌঁছালে রাত পৌনে ৯টায় পেছন থেকে জুয়েল সরদারকে ছুরির ভয় দেখিয়ে ইজিবাইক থামিয়ে নেমে যেতে বলে। পলাতক আসামি শংকরপুরের ইমন ছুরি দেখিয়ে তাকে জীবননাশের হুমকি দেয় এবং চড় থাপ্পড় মেরে ইজিবাইক থেকে জুয়েল সরদারকে নামিয়ে দেয়। জুয়েল সরদার ইজিবাইক থেকে নামার সাথে সাথে আল আমিন সেটি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় জুয়েল সরদারের চিৎকারে স্থানীয় জনগণ ও পাশে থাকা টহল পুলিশ এগিয়ে এসে ইজিবাইকসহ আল আমিনকে আটক করে।
রাতদিন সংবাদ







