Saturday, December 6, 2025

অভয়নগরে মাদকসহ ওয়ারেন্টভুক্ত ১০ আসামি আটক

বিশেষ প্রতিনিধিঃ অভয়নগর থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে।

এসময় মাদক বিক্রির অভিযোগে ৪ জন, জিআর ওয়ারেন্টে ২ জন এবং জুয়া খেলার অভিযোগে ৪ জনসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। মাদক বিক্রির অভিযোগে আটককৃতরা হলেন উপজেলার নর্থবেঙ্গল এলাকার সিরাজুল ইসলাম (৩১), গুয়াখোলা গ্রামের মামুন মোল্যা (৪৫), বুইকরা ড্রাইভারপাড়া এলাকার মেহেদী হাসান সাজু (২৯) এবং হিদিয়া পূর্বপাড়া এলাকার গফুর শেখের ছেলে শফিকুল শেখ (২৮)।

জিআর এ ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন উপজেলার চন্দ্রপুর গ্রামের ইবাদুল ইসলাম (৩০), ধূলগ্রামের রুবেল শেখ। জুয়া খেলার অভিযোগে উপজেলার সিরাজকাঠি এলাকার আরিফ শেখ (২৯), ইসরাইল হোসেন (২৯), আবদুর রহিম (৬০) ও মহাসিন মোল্যা (৪০) কে আটক করা হয়েছে।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় অভয়নগর থানায় পৃথক মামলা হয়েছে।
আর কে-১১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর