Monday, April 28, 2025

দর্শনায় ৪ ভুয়া পুলিশ আটক

গভীর রাতে নির্জন সড়ক ও মাঠে পুলিশ পরিচয়ে ধান্দাবাজি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দর্শনা পুলিশ চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজল জানান, এসআই শরিফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ও আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত একটা ৩০ মিনিটের দিকে কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি বিলপাড়ের রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে আটক করা হয় কুড়ালগাছি গ্রামের আশা বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (৩০), মোতালেবের ছেলে মাসুদ রানা (৩৫), আশরাফ উদ্দিনের ছেলে মানিক (২২) ও হাবিবুর রহমানের ছেলে ইকরামুল হককে (২০)। পুলিশ বলেছে, আটকরা বেশ কয়েকদিন ধরে গভীর রাতে নির্জন ওই সড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হাতে টর্চলাইট, বাঁশি ও লাঠি নিয়ে পথচারীদের গতিরোধ ও চরম হয়রানি করে আসছিল। এছাড়া, তাদের বিরুদ্ধে চোরাকারবারী, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।উপরিউক্ত ঘটনায় এসআই শরিফুল ইসলাম সোমবার আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর