Saturday, December 6, 2025

অভয়নগরে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ অভয়নগর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে দলের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল রউফ মোল্য পৌর আ.লীগ নেতা শেখ আব্দুল ওয়াদুদ, আলহাজ রফিকুল ইসলাম সরদার প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
আর কে-০৫
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর