Saturday, December 6, 2025

রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষ, একজন নিহত

যশোর সদর উপজেলার রূপদিয়া কলেজ মোড়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ট্রাক, পিকআপ ও তেলবাহি যান সংঘর্ষে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়েছেন।

নিহত ড্রাইভার হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধব পাশা গ্রামের হাকিম তালুকদারের পুত্র রাজীব তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো – ন ১৫-২২৪৩ রং বোঝাই পিকআপ ওভারটেক করতে গিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চট্ট মেট্র- ট ১১-৯৫৯৮ কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তেলের গাড়ির সঙ্গে ধাক্কা মেরে পরে স্থানীয় একটি হোটেলের ভিতরে ঢুকে যায়।

ঘটনা স্থলে পিকআপের চালক নিহত হন। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই আজাদ গিয়ে রাস্তার যানজট মুক্ত করেন।

রাতদিন সংবাদ/আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর