Tuesday, March 25, 2025

দর্শনায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রীবেশী ছিনতাইকারীরা এক চালককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার ভ্যান ছিনতাই করে পালিয়েছে। শুভ (১৮) নামে ওই চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে পাখিভ্যান নিয়ে যাত্রীর জন্যে অপেক্ষা করছিলেন দক্ষিণচাঁদপুরের আব্দুর রাজ্জাকের ছেলে শুভ (১৮)। এসময় অজ্ঞাত এক ব্যক্তি দোস্তগ্রামে যাওয়ার জন্যে তার ভ্যানে ওঠে। শুভ ভ্যানটি চালিয়ে দর্শনা-দোস্ত সড়কের দুধপাতিলা ইটভাটার সামনে পৌঁছানোমাত্র পেছন থেকে ওই ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। সে শুভকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যান নিয়ে পালিয়ে যায়।পথচারীরা শুভকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে তার অবস্থা খারাপের দিকে গেলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর