মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান বলেছেন, আমরা মাদককে না বলি। এ উপজেলাকে শতভাগ মাদক মুক্ত করতে চাই। এজন্য সাংবাদিকদের একান্ত সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় তার কার্ষালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি উপরোক্ত কথা বলেন। এসময়ে কলীগঞ্জের কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার আয়োজনে অনুষ্টিত ওই মতবিনিময়ে ওসি আরো বলেন, মাদক ছাড়াও চুরি, ছিনতাই রোধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে তিনি একনিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করবেন। সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের লেখনির মাধমেই সমাজের সকল অনিয়ম. অপকর্ম উঠে আসে। তাই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ সহ তিন্যি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি গত ১৫ ই জুন এ থানাতে নতুন অফিসার্স ইনচাজ হিসাবে যোগদান করেন।
মতবিনিময়ে অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক সময়ের খবরের হাবিব উসমান, ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, গাজী টিভির ওলিয়ার রহমান, এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বুলেটিনের আহসান কবির, আলোকিত বাংলাদেশের হুমায়ুন কবির সোহাগ, আমাদের নতুন সময়ের ফিরোজ আহম্মেদ, কালের কন্ঠের নয়ন খন্দকার, অপর নিমতলা প্রেসক্লাবের থেকে চিত্রা নিউজের শাহাজান আলী সাজু, ও সোলাইমান হোসেন, নয়াদিগন্তের গোলাম রসুল ও বীর জনতার বাবুল আক্তার সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধিগন।
আর কে-১০







