Friday, December 5, 2025

বারোবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা পুলিশ স্মৃতি কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ আলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন) বেলা ১২ টার সময় উপজেলার হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার কলেজছাত্র বারোবাজার হাইস্কুল পাড়ার মাসুদুর রহমানের ছেলে।

আহত কলেজ ছাত্র তৌফিকের বড় ভাই তাসরিক আহম্মেদ জানায়, কালীগঞ্জ উপজেলার ঠিকডাঙ্গা গ্রামের পটলের ছেলে ইয়াসিনসহ কয়েকজন মিলে আরেকটি ছেলেকে মারধর করছিল। এসময় আমার ছোট ভাই তৌফিক আহম্মেদ আলী তাদের বাধাঁ দেয় এবং মারামারি করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকডাঙ্গা গ্রামের পটল, পটলের ছেলে ইয়াসিন, একই গ্রামের মৃত রউফের ছেলে যুবলীগনেতা জাহিদুল ইসলাম জাহিদ এবং কানকাটা মকবুল তাকে কিলঘুসি ও ইট দিয়ে মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমরা টের পেয়ে তৌফিককে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে দেখে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। তৌফিকের মুখে কিলঘুসির আঘাতে ২ টা মাড়ি ভেঙে যাওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

বারোবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি লোকের মুখে শুনলাম স্কুল মাঠে মারামারি হচ্ছে। এ কথা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে যারা মারামারি করছিল তাদের থামিয়ে দিই। আমি কারোর গায়ে হাত দিইনি। আমাকে নিয়ে যে অভিযোগ দিচ্ছে আসলে এটা রাজনৈতিক প্রতি হিংসা ছাড়া কিছুই না।

এ ব্যাপরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মারামারির বিষয়টি আমি শোনার পর সূবর্ণসারা ফাড়ির আইসিকে অবহিত করি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আর কে-১৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর