মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, শাহানাজ পারভীন মুন্নসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবী তুলে ধরেন।
২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পুর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষনা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচীর পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
আর কে-০৫







