Saturday, December 6, 2025

যশোরে লুকোচুরি খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

বিশেষ প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে লুকোচুরি খেলতে গিয়ে বুধবার দুপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণিতে লেখাপড়া করে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে বৃহস্পিতিবার থানায় মামলা  করেছেন। অভিযুক্ত ওই কিশোরের নাম আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন (১৬)। সে ওই গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে তিন বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলা করছিল। এ সময় কিশোর রমিন সুকৌশলে শিশুটিকে পাশে একটি পরিত্যাক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে মুরগির খাবার রাখার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা মেয়ের বন্ধুরা দেখে ফেললে রমিন তাদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। ওই শিশু অসুস্থ্য অবস্থ’ায় বাড়ি ফিরে সবকিছু জানালে ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার ওই শিশুর পিতা থানায় অভিযোগ করলে এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের হয়। অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর