বিশেষ প্রতিনিধিঃ অভয়নগর উপজেলার বাগদাহ পুর্বপাড়া গ্রামে পানিতে ডুবে আলভি (২) শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) সকাল সাড়ে নয়টায় এই ঘটনা ঘটে।
সে ব্যাংক কর্মকর্তা নাটোরের হেলাল উদ্দিন ও সেনা সদস্য রহিমা বেগমের এক মাত্র ছেলে। মা সেন বাহিনীর চাকুরির সুবাদে শান্তিরাক্ষা মিশনে ‘সুদান’ অবস্থান করছে, বাবা ডার্চ বাংলা ব্যাংকে চাকরি করেন। বাবা-মা চাকুরি করেন বলে আলভি নানা বাড়িতে থাকতো।
চলিশিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার ফারুক শেখ জানান, প্রতিদিনের মতো ঔদিন সকালে সে নানির সাথে খেলা করছিল। তার নানি রান্না করতে গেলে সে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পরে তার নানি তাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে পুকুরের পানিতে নেমে খোঁজ করে তাকে পাওয়া যায়।
এসময় তাকে উদ্ধোর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক অথৈয় সাহা তাকে মৃতবলে ঘোষণা করেন। পরে অভয়নগর থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়।
অভয়নগর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, পানিতে ডুবে আলভি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার বাবা ও পরিবারের কাছে হস্তান্তর করেছি।
আর কে-০৬







