Saturday, December 6, 2025

নওয়াপাড়ায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈয়দ রিপন, বিশেষ প্রতিনিধিঃ নওয়াপাড়ায় জেলা পরিষদের জায়গার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদের নওয়াপাড়া নূরবাগ এলাকায় ১৮ টি আধা পাঁকা ও টিন শেড ঘর উচ্ছেদ করা হয় ।

জেলা পরিষদ সূত্র জানায়, ২০০২-২০০৩ সালে একশ্রেণীর লোক যশোর জেলা পরিষদ থেকে এক বছরের জন্য ১১.১৬ শতাংশ বন্দোবস্ত নিয়ে স্থাপনা তৈরি করে ব্যবসা করতে থাকে। পরবর্তীতে তারা ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে নবায়ন করেন। পরে জেলা পরিষদের মাসিক সভায় উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় জেলা পরিষদ উক্ত স্থানে আয়বদ্ধ প্রকল্প গ্রহন করে সেখানে তিনতলা বিশিষ্ট মার্কেট তৈরির সিন্ধান্ত গ্রহন করেন। এরপর জেলা পরিষদ তাদের বন্দোবস্ত বাতিল করে স্থাপনা উচ্ছেদের জন্য তাদেরকে চিঠি দেয়। কিন্তু তারা স্থাপনা না সরিয়ে আদালতের শরনাপন্ন হন। নি¤œ আদালতের রায় ওই ব্যবসায়ীদের বিপক্ষে তেলে তারা উচ্চ আদালতে আপিল করেন। সর্বশেষ হাইকোর্টে রিট পিটিশন করলেও তারা হেরে যান। এরপর জেলা পরিষদ ওই ব্যবসায়ীদেও তাদের স্থাপনা সরিয়ে নিতে চুড়ান্ত পত্র প্রেরণ করেন। আদালতের আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা।

জেলা পরিষদ সূত্র আরও জানায়, নওয়াপাড়া বাজারের নূরবাগ নামক এলাকায় জেলা পরিষদের সাড়ে বারো শতক জমি প্রায় ২১ বছর আগে বন্দোবস্ত দেওয়া হয়। একসনা বন্দোবস্তকৃত এসব ভূমির মেয়াদ ২০১৭ সালে শেষ হয়। ইজারা গ্রহীতারা আর নবায়নও করেননি। ফলে বেদখলে কেটে যায় প্রায় ৭ বছর। সেসব জায়গাতে অনেকে স্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে এতদিন ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার বলেন, নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ভূমি একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছিল। একসনা বন্দোবস্তের শর্ত অনুসারে, কোনো অবস্থায় ইজারাকৃত ভূমিতে স্থায়ীভাবে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এসব শর্তাবলী কেউ লঙ্ঘন করলে ইজারা আপনা-আপনি বাতিল হয়ে যায়। কিন্তু ইজারা গ্রহীতারা সেই শর্ত ভেঙে স্থায়ী অবকাঠামো গড়ে তুলেছেন। যে কারণে উচ্ছেদ অভিযানে সেসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিতে স্থাপনা তৈরি করে ভাড়া দেবে জেলা পরিষদ।

গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা পরিষদ। পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে অনেক ব্যবসায়ীকে দোকান ছেড়ে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। । মঙ্গবার ১০টার থেকে বিকার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানা গেছে।

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান থান্ডার, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা,পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মহিদুল ইসলাম মেহেদী, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন ইনচার্জ মোঃ আলাউদ্দিন মনিরসহ অভয়নগর থানা পুলিশ।

আর কে-১৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর