যশোরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নিতাই দাসের ভাড়াটিয়া সন্তোষ কুমার নাগের বাসায় নগদ অর্থ ও সোনাসহ ছয় লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।অভিযোগে উল্লেখ করেছেন, গত ২৩ অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় স্ত্রীসহ তিনি কেনাকাটার উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। রাত সাড়ে নয়টায় বাসায় এসে ঘরে গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। ঘরের মধ্যে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। চোরেরা রাত সাতটা থেকে নয়টার মধ্যে চুরি করেছে বলে উল্লেখ করেন তিনি। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে একজোড়া ঝুমকা, দু’টি আংটি, একজোড়া বালা, একটি ব্রেসলেট, পাঁচ জোড়া কানের দুল, একজোড়া শাখা ও দু’টি চেইন। এছাড়া, কিছু নগদ অর্থসহ রূপার মালামাল চুরি হয়েছে। যার সর্বমোট মূল্য ছয় লাখ ৫৫ হাজার সাতশ’ ৭৫ টাকা। গত দু’মাসের মধ্যে তার বাসার আশপাশের আরও দু’টি বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাতদিন নিউজঃ







