Friday, December 5, 2025

২০ বছর ধরে নিজের মেয়েসহ দেড় শতাধিক বার শিশু ধর্ষণকারী গ্রেফতার

নিজের মেয়েসহ আরো অনেক মেয়ে শিশুর সঙ্গে ১৬০ বারের বেশি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জার্মানিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।শুক্রবার ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানার আওতায় দক্ষিণ ত্রাসবুর্গের রুমেরহেইম লে-হাউতের বান্ধবীর বাড়ি থেকে ওই ইতালিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তাকে পার্শ্ববর্তী কোলমার জেলখানায় পাঠানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে।জানা গেছে, ২০০০ সাল থেকে ১৪ বছরের বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। এই সময়ে আরো অনেক মেয়ে শিশুর সঙ্গে এসব করেছেন ওই ইতালিয়ান নাগরিক। তার বিরুদ্ধে শিশুদের ধর্ষণ সংক্রান্ত ১২২টি তদন্ত চলছে। বিভিন্ন পারিবারিক গণ্ডির মধ্যে থেকেই তিনি এসব ঘটনা ঘটান।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর