সুনামগঞ্জে দুই বছরের শিশুকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।নির্যাতিত শিশুটির মা জানান, বিকেলে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলো। এসময় তাকে ইউসুফ আলী ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে। পরে শিশুটিকে আহত অবস্থায় তার মা তাকে উদ্ধার করেন। মা এলাকাবাসীকে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি শিশুটির দূর সম্পর্কের দাদাও হন।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম শুক্রবার রাতে জানান, শিশুটির মায়ের অভিযোগ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
অনলাইন ডেস্কঃ







